চয়ন রায়ঃ কলকাতাঃ পরকীয়ায় জড়িয়ে যাওয়া স্ত্রীকে শাসন করতেই স্ত্রী নিজের পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করলো। ভাঙড়ের বামনঘাটা অঞ্চলের কোচপুকুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে স্ত্রী মুসলিমা বিবি একাধিক পুরুষের সাথে বহুবার সম্পর্কে জড়িয়েছেন। স্বামী আনসুর আলি গাজী একজন নিরীহ মানুষ ছিলেন। আনসুর বিষয়টি জানতে পারায় প্রথমে মুসলিমা তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন।
এই ঘটনাটি গোপন করার জন্য ছেলে আর পুত্রবধূকেও ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। এরপর প্রেমিক সাইদুল শেখ ওরফে ছোট্টুকে ঘরে ঢুকিয়ে দু’জন মিলে গলা টিপে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন।
এরপরই পুলিশ মুসলিমাকে গ্রেপ্তার করে। দীর্ঘক্ষণ জেরা করার পর মুসলিমা নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছেন। কিন্তু এই ঘটনার পর থেকেই ছোট্টু পালিয়ে গেছে। তবে পুলিশ ছোট্টুর সন্ধানে তল্লাশি শুরু করেছে।