অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালে বরানগরে এক অভিজাত আবাসনের পিছনে নর্দমার উপর উপুড় হয়ে থাকা এক যুবকের মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ৪৮ বছর বয়সী জয় বন্দ্যোপাধ্যায়। পেশায় একজন কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। বরানগর পুরসভার নবীনচন্দ্র দাস মেলেন ভাড়া বাড়িতে থাকতেন। এদিন সকালে জয়বাবুকে বরানগরের সিদ্ধা অ্যাপার্টমেন্টের পিছনে নর্দমার উপর পড়ে থাকতে দেখা যায়।
বরানগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কামারহাটি মেডিসিন অফ সাগরদত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই যুবকের দিদি মারা গিয়েছিলেন। আর আজ ঘাট কাজ ছিল। কিন্তু গতকাল বাড়িতে অশান্তির পর বারি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফেরেননি।
তারপর আজ সকালবেলা এলাকাবাসীরা এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। ইতিমধ্যে পুলিশ এই মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করে দিয়েছে।