নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগড়ঃ আজ সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ ছত্রিশগড়ের রায়পুর রেলওয়ে স্টেশনে একটি ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ৬ জন সিআরপিএফ জওয়ান।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, এটি একটি ডেটোনেটর বিস্ফোরণ। সিআরপিএফ জওয়ানদের ২২ টি বগির একটি ট্রেন জম্মু যাওয়ার জন্য বুক করা হয়েছিল। সিআরপিএফের ২১১ জন ব্যাটালিয়নের জওয়ানরা এই বিশেষ ট্রেনে করে জম্মুতে যাওয়ার সময় রায়পুর স্টেশনের দু’নম্বর প্লাটফর্মে দাঁড়ায়।
সেই সময় ডামি কার্তুজের বাক্সে রাখা ডেটোনেটর ভর্তি ব্যাগ বের করে ট্রেনের অন্য বগিতে স্থানান্তর করার সময় আচমকা ডিটোনেটর বাক্স নীচে পড়ে গেলে সাথে সাথেই বিস্ফোরণ হয়ে যায়।
আহত জওয়ান সুশীল, রবীন্দ্র কর, রমেশ লাল, বিকাশ চৌহান, দীনেশ কুমার পাইক্রা ও চওয়ান বিকাশ লক্ষ্মণকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যাগটি যার হাত থেকে ছুটে যায় সেই জওয়ান গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। সিআরপিএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।