নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ করোনা আবহের জেরে দীর্ঘদিন থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কিন্তু এবার অল ইন্ডিয়া ডিএসও কর্মীরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী তুলে শিলিগুড়িতে মিছিল করলো।
এদিন অল ইন্ডিয়া ডিএসও কর্মীরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বার করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
হাট-বাজার সবকিছুই খোলা রয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না কেন? ঠিক এমনই প্রশ্ন তুলে শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খোলার দাবী নিয়ে মিছিল করা হলো।
যেমন কর্মী-সমর্থকরা কলকাতায় স্কুল-কলেজ খোলার দাবী তুলে নবান্ন অভিযান করছে ঠিক তেমনি অল ইন্ডিয়া ডিএসও কর্মীরা অবিলম্বে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পঠন-পাঠন শুধু করার দাবী তুলে সরব হয়।