নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হবিবপুর থানার অন্তর্গত আইহো বক্সীনগর এলাকায় মাঝ রাস্তায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলো প্রেমিকা। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার প্রেমিক।
জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর থেকে পুরাতন মালদা থানার দক্ষিণচর লক্ষীপুরের প্রিয়াঙ্কা রায় নামে এক কলেজ ছাত্রীর সঙ্গে হবিবপুর থানার আইহো অঞ্চলের নামোটোলা এলাকার কলেজ পড়ুয়া সুমিত সরকারের এক সম্পর্ক রয়েছে। প্রিয়াঙ্কা ও সুমিত দুজনেই মালদা কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী। আর সেই সুবাদেই এই প্রেমের সম্পর্ক তৈরী হয়।
কিন্তু সোমবার মহাষষ্ঠীর রাতেরবেলা দু’জনে আইহো ঘোষপাড়া ব্রিজ এলাকায় দেখা করে প্রিয়াঙ্কা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। কারণ প্রিয়াঙ্কার অভিযোগ ছিল যে, দীর্ঘদিন সুমিত সম্পর্কে থেকে এখন বিয়ে করতে পুরোপুরি অসম্মতি জানাচ্ছে।
এরপর প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে এসে ওই কলেজ ছাত্রীকে চিকিত্সার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পাশাপাশি পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে রাতেরবেলাই শারীরিক অবনতির কারণে চিকিত্সার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হবিপুর থানার পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ঘটনাস্থল থেকেই সুমিতকে গ্রেপ্তার করে। এর সাথে সাথে পুলিশ যুগলের বয়ান অনুযায়ী সমগ্র ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে দিয়েছে।