নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আচমকা বিষধর কালাচ সাপের ছোবলে আক্রান্ত নদীয়ার শান্তিপুরের গোবিন্দপুর প্রমোদনগর এলাকার ৩৭ বছর বয়সী সুব্রত মন্ডল নামের এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীদের তরফে জানা গেছে, সুব্রত ওই এলাকারই একটি দুর্গা পুজো মণ্ডপের কাজ করছিল। কিন্তু প্যান্ডেলের ত্রিপলের ভেতরে ঢুকে থাকা বিষধর কালাচ সাপটিকে খেয়াল করেনি। ফলে এরই মধ্যে ত্রিপলের ভেতর থেকে বিষধর কালাচ সাপটি বেরিয়ে এসে ওই যুবকের ডান পায়ে ছোবল মারে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর সুব্রতর চিৎকার শুনে পুজোমণ্ডপে কাজ করা অন্যান্য কর্মচারীরা ও এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুব্রতর পায়ের কাছে বিষধর কালাচ সাপটিকে দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে স্থানীয় শান্তিপুর হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে আসে। পাশাপাশি সুব্রতর পরিবারকেও খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বর্তমানে সুব্রত শান্তিপুর হাসপাতালে চিকিত্সকদের তত্ত্বাবধানে আছেন। বিষধর কালাচ সাপের কামড় খাওয়ার পর থেকেই ওই যুবকের পরিবার মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত এর আগেও শান্তিপুর বিধানসভা এলাকার বেশ কয়েকটি এলাকায় বিষধর কালাচ সাপের ছোবলে শিশু সহ একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বভাবতই আবারও একই ধরণের ঘটনায় এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।