নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাত অবধি পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাংলা মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় কাজকর্ম চলছিল। কিন্তু আচমকা আজ সকালবেলা এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগে।
প্রথমে স্থানীয়রা জানলা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন। এরপর দমকল কর্মীরা দমকলের চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। ফলে আগুনের উত্সস্থল খুঁজতে অনেকটাই সময় লেগে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল কর্মীরা ব্যাঙ্কের জানলা-দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর ঘন্টাখানেকের প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল সূত্রে জানা গিয়েছে, ভেতরে এসি, কম্পিউটার, ইলেকট্রিকের তার থাকায় এসব থেকে কোনোভাবে আগুন লেগে গেছে। অবশ্য এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ইতিমধ্যে আগুন লাগার কারণ ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here