নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ ফের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর কাছ থেকে টাকা চুরি অভিযোগে হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকার এক মহিলা তার এক মাসের শিশুকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃ বিভাগে চিকিত্সা করাচ্ছেন। প্রত্যেক দিনের মতো মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু আজ সকালে হঠাত্ করে শামীম শেখ নামে এক যুবক ওই মহিলার নগদ ৩ হাজার টাকা ও ঔষধ পত্র চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর উত্তেজিত জনতা ওই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
রোগীর আত্মীয়দের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে, “মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তারক্ষীর পাশাপাশি অনেক সিসিটিভি ক্যামেরাও রয়েছে। তবে তারপরেও দিনের পর দিন হাসপাতালে রাত কাটানো রোগীর আত্মীয়দের কাছ থেকে ক্রমাগত টাকা-পয়সা চুরি হয়ে যাচ্ছে”।
Sponsored Ads
Display Your Ads Here