রায়া দাসঃ কলকাতাঃ চলে এলো আম বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর আজ দুর্গা পুজো নিয়ে নয়া নির্দেশিকায় কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, দু’টি ভ্যাক্সিন নেওয়া থাকলে তবেই অঞ্জলি দেওয়া যাবে। এছাড়া সিঁদুর খেলাতে অংশ নেওয়া যাবে।
পাশাপাশি এও বলা হয়েছে যে, মুখে মাস্ক থাকলেও সিঁদুর খেলা ও অঞ্জলি দেওয়া যাবে। বড়ো পুজো মণ্ডপে সর্বাধিক ৪৫ জন দর্শনার্থী ঢুকতে পারবেন। আর ছোটো পুজো মণ্ডপে একসাথে ১০ থেকে ১৫ জন ঢুকতে পারবেন। বড়ো পুজোর ক্ষেত্রে ২৫ জন স্বেচ্ছাসেবকে থাকবে। ছোটো পুজোর ক্ষেত্রে ১২ জন স্বেচ্ছাসেবক থাকবে।
গত বছরের ন্যায় করোনা আবহের জেরে নিয়ম মেনে উত্সব পালন করতে হবে। পুজো কমিটির উপর পুরোপুরি নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ এই বিধি ভঙ্গ করলে পুলিশকে পুজো বাতিল করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। মহালয়ার দিনই বেশ কয়েকটি নামী পুজোর উদ্বোধন হয়ে গেছে। ফলে ইতিমধ্যে শহর কলকাতায় দুর্গাপুজোর আনন্দ উদযাপন শুরু হয়ে গিয়েছে।
এই বছর ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখ বিসর্জনের অনুমতি দেওয়া হয়েছে। পুজোর কয়েকদিন অর্থাত্ ৯ তারিখ বিকেল ৩ টে ৩০ মিনিট থেকে ১৪ তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হবে। শহরের সবক’টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট বাড়ানো হবে।