নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার কালিয়াচক থানা এলাকার কালিয়াচকের এক নম্বর ব্লকে বিজয় মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। পুলিশের বিরুদ্ধেও গুলি চালানোর অভিযোগ ওঠে।
জানা গিয়েছে, প্রধান আমিরুদ্দিন শেখের বিরুদ্ধে তৃণমূলর অপর গোষ্ঠী অনাস্থা প্রস্তাব আনে। গতকাল কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের দিন ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
প্রধান গঠনের পর তৃণমূল কর্মী সমর্থকরা কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকা থেকে বিজয় মিছিল বের করে। ওই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে বিজয় মিছিল যাওয়ায় সেই রাস্তা ফাঁকা করে বিজয় মিছিল করার জন্য জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর সেই সময় পটকা ছোড়ায় পুলিশের উপর পটকা লেগে এস আই নিত্যানন্দ সাহা আহত হন। কালিয়াচক থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও পুলিশ সূত্রে জানানো হয় যে, এখানে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি। একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।