নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল গভীর রাতেরবেলা জলপাইগুড়ির সদর ব্লকের ৭৩ মোড়ের দেবনগর এলাকা থেকে বিরল প্রজাতির তিল কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাময় শোরগোল শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকার বাসিন্দারা প্রথমে কচ্ছপটিকে দেখতে পান। এরপরে বনদপ্তর ও পরিবেশ প্রেমী সংস্থাকে খবর দেওয়া হয়। পরিবেশ প্রেমী সংস্থার কর্মীরা এসে সেটিকেও উদ্ধার করে বনদপ্তর হাতে তুলে দেয় বলে জানা গিয়েছে।
পরিবেশ প্রেমী সদস্যরা এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানিয়েছেন, “এখানকার মানুষ অনেকটাই সচেতন হওয়ায় কচ্ছপটিকে দেখতে পেয়ে প্রথমে বনদপ্তর এবং পরিবেশের সংস্থাকে খবর দেয়।
যদি এভাবেই সমস্ত স্তরের মানুষ ওয়াইল্ডলাইফকে বাঁচানোর জন্য এগিয়ে আসে তাহলে হয়তো অনেকটাই উপকার হবে। আর পরিবেশের ভারসাম্য বজায় থাকবে”।