নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার ইংরেজবাজার থানা্র অন্তর্গত নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের পাল পাড়া এলাকায় দাদার হাতে গুরুতরভাবে জখম হলো ভাই।
জানা গিয়েছে, বিগত দু’মাস আগে ভাই সুজিত হালদারের কাছ থেকে দাদা তপন হালদার ধার হিসেবে ৪০ হাজার টাকা ধার নেয়। আর সেই টাকার মধ্যে ২০ হাজার টাকা শোধ করে। আজ সকালবেলা সুজিত তপনের কাছে পাওনা টাকা চাইতে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে।
এরপর এলাকাবাসীরা সুজিতকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সুজিত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছে। এই ঘটনায় তপনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কিন্তু এদিকে তপন ঘটনার পর থেকেই পলাতক। ইংরেজবাজার থানার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তর তল্লাশী শুরু করেছে।