নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ এ যেন একেবারে অবিশ্বাস্য! এবার হুগলীর চুঁচুড়ায় একটি মুরগীর চারটি পা দেখে মাংস বিক্রেতা সহ সমস্ত ক্রেতা আঁতকে উঠলেন।
চুঁচুড়ার খরুয়া বাজারে মুরগীর মাংস বিক্রেতা স্বপন সরকারের দোকানে এমনই অদ্ভুত একটি মুরগী দেখা গেলো। যার চারটে পা। স্বপনবাবু মুরগী কিনে আনার সময় কিছু না দেখতে পেলেও মাংস কাটতে গিয়ে তাজ্জব হয়ে যান।
পরে লক্ষ্য করে দেখলেন যে, ওই মুরগীটির দুটো পা যেমন থাকে তেমনই আছে। সেই সাথে পিছনের দিকে দুটো ছোটো পা রয়েছে। আর তা নিয়েই দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। প্রায় ত্রিশ বছর ধরে তিনি মুরগীর মাংস বিক্রি করলেও এর আগে কোনোদিন এই ধরনের আশ্চর্য ঘটনা দেখেননি।
জোড়া মাথা ও জোড়া শিশুর কথা শোনা গেলেও মুরগীর চারটি পা ভাবাই যায় না। চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য হাসপাতালের চিকিত্সক জয়জিত্ মিত্র জানান, “এমন ঘটনা সাধারণত দেখা যায় না। একটা মুরগির দুটো পা হয়। এটা জিনগত বা ক্রোমোজমের ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। যেহেতু ব্রয়লার মুরগী মাংসের জন্য তৈরী হয় তাই জিনগত ত্রুটি দেখা দিতেই পারে। কাজেই এটাকে একেবারে অস্বাভাবিক বলা যাবে না কিন্তু তা অবশ্যই বিরল”।