নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আবারও পরপর দু’বার কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে প্রাণ হারাতে হলো স্ত্রীকে। গতকাল রাতেরবেলা মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, প্রায় সাত বছর আগে বেলডাঙা থানার গোপীনাথপুর মিয়াপাড়ার বাসিন্দা সইনুর বেগমের সাথে রেজিনগরের আন্দুলবেড়িয়া গ্রামের গোলাম মোস্তফা ওরফে মিন্টুর বিয়ে হয়।
সইনুরের দাদা আলাল মিয়া জানান, “আমাদের বোনকে বিয়ে করার আগে মিন্টু আরো একটা বিয়ে করেছিল। কিন্তু সেই বউকেও খুন করে। তবে আমাদের সেই বিষয়ে কিছু জানায়নি। বিয়ের পর থেকেই বোনের সাথে অশান্তি করতো।
এরপর পরপর দুটি কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে বোনের উপর অত্যাচার বাড়তেই থাকে। আর গতকাল সব অত্যাচারের সীমার ঊর্ধ্বে উঠে বোনের গলায় অ্যাসিড ঢেলে দেয়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ছুটে এসে বোনকে নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ সকালে বোনের মৃত্যু হয়”।
সইনুরের দাদা আলাল মিয়া ও দুলাল মিয়া সইনুরকে খুন করার জন্য মিন্টুর পরিবারের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। যদিও বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছে।