নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার শালতোড়া থানার বরশাল গ্রামে সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর গলায় কুড়ুলের কোপ বসিয়ে হত্যা করার অভিযোগ উঠলো খোদ স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম ছায়া বাউরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে শালতোরার বরশাল গ্রামের বাসিন্দা জপহরি বাউরী সাথে ছায়ার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পরিবারে সাংসারিক অশান্তি লেগেই থাকতো। গতকাল সেই সাংসারিক অশান্তি চরমে পৌঁছে যায়।
আর সেই সময় হঠাৎ করে জপহরি অশান্তির মধ্যেই ছায়া দেবীর গলায় কুড়ুল দিয়ে আঘাত করেন। আঘাত এতোটাই গুরুতর ছিল যে ছায়া দেবী ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপর শালতোড়া থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।
তারপর মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনীতে পাঠানো হয়েছে। এর পাশাপাশি অভিযুক্তকে বাঁকুড়া কোর্টে পেশ করার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।