রায়া দাসঃ কলকাতাঃ আজ সকালে কলকাতার ফুলবাগান এলাকায় চারতলার ছাদ থেকে এক বৃদ্ধার ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ঘটনাকে কেন্দ্র করে হতভম্ভ গোটা মহানগরী।
ওই বৃদ্ধার আত্মহত্যার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন।সূত্রের ভিত্তিতে জানা গেছে, ওই বৃদ্ধা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার ছেলে-মেয়ে আমেরিকায় থাকেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার চশমার খাপ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। আর ওই সুইসাইড নোটে উল্লেখ রয়েছে যে, “বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে বিদেশে থাকা সন্তানদের বিব্রত করতে চান না”।