নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুরের শালবনীর টেক্সাল থেকে চকতারনি আসার পথে রেললাইন সংলঘ্ন চাথাল পেরোতে গিয়ে জলের তোড়ে খালে চারচাকা গাড়ি ভেসে গেলো। কোনোরকম ভাবে গাড়ির চালক প্রাণে বাঁচলো।
প্রসঙ্গত গত দুই দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে খালে ও পুকুরে জল বেড়ে যাওয়ার ফলে সেই জলের তোড়ে চারচাকা গাড়িটি ভেসে গিয়েছে।
এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু ওই চালকের নাম ও পরিচয় এখনো অবধি জানা যায়নি।