মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ফের দুষ্কৃতীদের দাপটে উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া উত্তপ্ত হয়ে উঠলো। গতকাল রাতেরবেলা ভাটপাড়া থানার অন্তর্গত কলাবাগান তিন নম্বর গেট এলাকায় আচমকা একদল দুষ্কৃতী বোমাবাজি চালায়। দুষ্কৃতী তাণ্ডবের জেরে আহত হয়েছেন দু’জন বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জগদ্দল ও ভাটপাড়া অঞ্চলে গণেশ পুজোর বিসর্জন ছিল। আর রাতেরবেলা বিষ্ণু যাদব এবং অজিত কুমার সিং নামে এলাকার দু’জন ব্যক্তি জগদ্দল জেজেআই জুটমিলে কাজ সেরে বাড়ি ফেরার সময় ওই এলাকা দিয়ে গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল।
তখনই বিষ্ণু যাদব ও অজিত কুমার সিংকে দুষ্কৃতীরা ঘিরে ফেলে। এরপর অজিত কুমার সিংকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে। এছাড়া বিষ্ণুদেব যাদব দুষ্কৃতীঁদের ছোঁড়া বোমার ঘায়ে আহত হয়েছেন। বোমাবাজির পর দুষ্কৃতীরা পালিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা বিষ্ণু যাদব এবং অজিত কুমার সিংকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে তাদের প্রাথমিক চিকিত্সা করানো হয়। অভিযোগ উঠছে যে, মহম্মদ সনুর নেতৃত্বে একদল দুষ্কৃতী এই বোমাবাজি করেছে। ইতিমধ্যে ভাটপাড়া থানার পুলিশ এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে।
এই প্রসঙ্গে এলাকাবাসীরা অভিযোগের সুরে পুলিশি নিস্ক্রিয়তাকেই দায়ী করেছেন। এর পাশাপাশি এলাকা জুড়ে পর পর বোমাবাজিকে কেন্দ্র করে এলাকায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।