নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালবেলা হাওড়ার ডোমজুড়ের খাটোরা গ্রামে বাগানের পাতকুয়ো থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হওয়াকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল দুপুরেও ৬৬ বছর বয়সী গীতারানি সাউ গোরুর জন্য বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন। এরপর থেকেই গীতারানি নিখোঁজ হয়ে পড়েন। পরিবারের লোকেরা আশপাশে খুঁজেও কোনো সন্ধান পাননি। এরপর আজ সকালে বাগানের কুয়োতে নলি কাটা দেহ দেখতে পায়। কুয়োর মুখ নারকেল পাতায় ঢাকা ছিল।
মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, “দুষ্কৃতীরা এলাকায় সুপারি চুরি করছিল। গীতাদেবী গোরুর ঘাস কাটার সময় সেটি দেখে ফেলে। সম্ভবত দুষ্কৃতীদের মধ্যে কাউকে চিনে ফেলাতেই ওই গীতাদেবীকে দুষ্কৃতীরা খুন করেছেন”।
ডোমজুড় থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। সকলেই অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।