নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ ময়নাগুড়ি থানার পুলিশ জলপাইগুড়ির ময়নাগুড়ির বোলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাজার খানেক বোতল সহ দেশী মদ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে পুলিশ ময়নাগুড়ি গোলবাড়ি এলাকার বাসিন্দা শংকর রায়ের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় হাজার খনেক বোতলের মত দেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
কিন্তু বাড়ির মালিক শংকর রায় পলাতক। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। বারবার ময়নাগুড়ি থেকে অবৈধ মদ উদ্ধার হওয়ায় ময়নাগুড়ির প্রশাসন অত্যন্ত চিন্তিত। তবে অবৈধ মদ উদ্ধারে ময়নাগুড়ির পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছে আর পুলিশী অভিযান জারি থাকবে।