নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কালনায় ৫০ বছর বয়সী সুনন্দা বন্দ্যোপাধ্যায় নামে একজন মাদ্রাসার শিক্ষিকার ঝুলন্ত দেহ বন্ধ ঘর থেকে উদ্ধারকে কেন্দ্র করে সমগ্র এলাকায় উত্তেজনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতেরবেলা সুনন্দার ঝুলন্ত দেহ কালনার প্রফেসর কলোনীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ায় ছেলে সম্ভ্রম বন্দ্যোপাধ্যায়কে নিয়েই থাকতেন। সম্ভ্রম দ্বাদশ শ্রেণীর ছাত্র।
Sponsored Ads
Display Your Ads Here
সম্ভ্রম জানিয়েছে, “পড়াশোনায় গাফিলতি করায় মঙ্গলবার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এরপরেই মা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে আর ঘরের দরজা খোলেনি। এমনকি পরদিন সকালবেলা দরজায় ধাক্কা দিলেও মায়ের কোনো আওয়াজ না পেয়ে মামারবাড়ির উদ্দেশ্যে রওনা দিই”।
Sponsored Ads
Display Your Ads Here
বুধবার রাতে সম্ভ্রম মামাদের সাথে নিয়ে কালনা থানায় গিয়ে পুলিশকে ঘটনার কথা জানায়। তারপর পুলিশ দরজা ভেঙে সুনন্দার ঝুলন্ত দেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, সুনন্দা আত্মহত্যা করেছেন। তবে প্রতিবেশীদের না জানিয়ে সম্ভ্রম কালনা থেকে কলকাতায় রওনা দিল কেন সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here