নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ গতকাল রাতে আসানসোলের জামুড়িয়ায় মুরগীর মাংস কেনাকে কেন্দ্র করে বচসা থেকে স্থানীয়দের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠলো একটি বেসরকারী কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।
স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে, গতকাল রাত ১১ টা নাগাদ এক জন নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় মাংসের দোকানে যান। কিন্তু রাতেরবেলা দোকানের মালিক মাংস বিক্রি করতে না চাওয়ায় দোকানের মালিকের সাথে ওই নিরাপত্তারক্ষীর বচসা শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর এলাকাবাসীরা প্রতিবাদ করায় কারখানার বাকি নিরাপত্তারক্ষীরা এলাকার বাসিন্দাদের ওপর লাঠিচার্জ করে। তারপর ফের আজ সকালে উত্তেজিত এলাকার বাসিন্দারা কারখানায় চড়াও হয়ে ভাঙচুর চালায়। ফলে এখনো অবধি পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে। প্রচুর মানুষ ওই কারখানার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে কারখানার ভিতরে ঢুকলেও ভিতর থেকে গেট সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই নিরাপত্তারক্ষীদের কোনো দেখা পাওয়া যায়নি। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here