নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার জগদল্লা গোড়াবাড়ি মহাত্মা গাঁধী স্মৃতি বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরের অদূরে বজ্রপাতের জেরে অসুস্থ হয়ে পড়লেন এক শিশু সহ ১০ জন স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য শুরু হয়।
স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই দুয়ারে সরকার শিবিরে ভিড় উপচে পড়েছিল। বেলা ১২ টা নাগাদ হঠাৎ করে এলাকায় প্রবল বৃষ্টি শুরু হলে বিদ্যালয় লাগোয়া প্রান্তে বাজ পড়তে থাকে। বজ্রপাতের প্রচণ্ড শব্দে ও আলোর ঝলকানিতে লাইনে দাঁড়িয়ে থাকা একজন শিশু, এক জন পুরুষ এবং আট জন মহিলা অসুস্থ হয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রশাসনিক আধিকারিকেরা এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অসুস্থদের স্থানীয় আঁচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও অঞ্জন চৌধুরী বলেন, “বিদ্যালয়ের খুব কাছেই বজ্রপাত হয়েছিল। এই ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। যাদের মধ্যে দু’এক জনের সামান্য আঘাত রয়েছে। বাকিরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিত্সার জন্য অসুস্থদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here