মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বর্ষার মাঝেই উত্তর চব্বিশ পরগনার কামারহাটি এলাকায় ডায়েরিয়ার প্রকোপে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জন মহিলার।
একদিকে বহু মানুষ বমি, পেট ব্যাথা ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার অভাব থাকায় চিকিত্সকদের চিন্তা বাড়ছে।
Sponsored Ads
Display Your Ads Here
কামারহাটি পুরসভার তরফ থেকে প্রতি ওয়ার্ডে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হচ্ছে এবং জল ফুটিয়ে খেতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়ে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছেন। আর ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৬৮ জনকে আনা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুরসভা সূত্র জানা গিয়েছে, এই ডায়েরিয়ার প্রকোপ কামারহাটির ২ এবং ৫ নম্বর ওয়ার্ডে বেশী মাত্রায় ছড়িয়েছে। এই ডায়েরিয়ার সংক্রমণ কেএমডিএর জলে নাকি কামারহাটির জুটমিলের জলে ঘটলো? ইতিমধ্যে তা নিয়ে সন্ধান চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here