নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে গতকালও ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। কিন্তু প্রশাসনের তত্পরতায় রাস্তা পরিষ্কার হওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে আবারও আজ নতুন করে ধস নামে।
এর ফলে কালিম্পং-সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ পথ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। তবে স্বাভাবিক হতে সন্ধ্যে হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ির সাথে সড়কপথে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয়রা সমস্যায় পড়েছেন। অবশ্য ধসের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Hereআলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে কয়েক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুত্ সহ হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হতে পারে। যদিও আগামীকাল থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
Sponsored Ads
Display Your Ads Hereউত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে কয়েক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।