নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজও কৌশিকী অমাবস্যার জেরে ভরা কোটাল থাকায় দিঘার সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাসের জন্য সৈকতের গার্ডওয়াল টপকে শহরের মধ্যে হু হু করে জল প্রবেশ করলো। ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট ছিল।
ফলে দিঘা বাজার এলাকা ভেসে যাওয়ার পাশাপাশি উপকূলবর্তী অনেক গ্রামেও জল প্রবেশ করেছে। আজ সকাল থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করে। প্রশাসনের তরফে পর্যটকদের জলে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সাথে সাথে পুলিশও নজরদারী চালাচ্ছিল। তাই পর্যটকরা জলে না নামলেও সমুদ্রের ধারে জমায়েত করেছিলেন।
যদিও পর্যটকরা এই জলোচ্ছ্বাস দেখে খুবই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। অনেক পর্যটকদের মন্তব্য, “এর আগে কখনো এতো উঁচু ঢেউ তারা দেখেননি”। কিন্তু সৈকত লাগোয়া কিছু হোটেল ও রিসর্টের ভিতরেও জল ঢুকে যাওয়ায় পর্যটকদের অনেকটাই অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে।