নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের এগরা থানার শ্মশান এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মৃত যুবক ২৮ বছর বয়সী গোপাল নন্দ কমিল্লা। বাড়ি দক্ষিণখাড় গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে এলাকার বাসিন্দারা শ্মশান যাওয়ার রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে এগরা থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
গোপালের বড়ো ভাই অনুকূল কমিল্লা জানান, “একদিন আগে আমার ভাইকে দক্ষিনখাড় গ্রামের কেবু নন্দ নামে এক ব্যক্তি সাইকেল চুরির ঘটনায় প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমার অনুমান আমার ভাইকে কেবু খুন করেছে”।
এই বিষয়ে ইতিমধ্যে এগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এটা খুন না আত্মহত্যা তা ময়না তদন্তের পরেই স্পষ্ট ভাবে জানা যাবে।