নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ চিকিত্সার গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ তুলে আজ পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের রায়বাঁধ উপস্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় বাসিন্দারা তুমুল বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষন চিকিত্সক সহ চিকিত্সাকর্মীদের হাসপাতালে আটকে রেখে বিক্ষোভ চলে।
পরিবারের তরফে অভিযোগ ওঠে যে, গত বুধবার রায়বাঁধ গ্রামের বাসিন্দা অশোক হেরমের দু’মাস বয়সের শিশুকন্যা সোনালী হেমরমকে পোলিও ভ্যাক্সিন দেওয়া হয়। এরপর থেকেই শরীর খারাপ শুরু হলে এদিন হাসপাতালে সোনালী হেমরমের মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু হাসপাতাল সূত্রে জানানো হয়, চিকিৎসার কোনো গাফিলতি হয়নি। রুটিন মাফিক ভ্যাক্সিন দেওয়া হয়েছিল। স্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক সোমশুভ্র চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তবে পুলিশ খবর পেয়ে নিতুরিয়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ মৃত শিশুটির দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর পরিবারের তরফ থেকে এই বিষয়ে নিতুরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here