নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের প্রভাবে চায়ের দোকান ও বেশ কয়েকটি মাছের আড়ত একেবারে পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য হরিশ্চন্দ্রপুর থানার ক্যাম্পাস রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত প্রায় ৩ টের সময় হরিশ্চন্দ্রপুর থানা সংলঘ্ন হরিশ্চন্দ্রপুর হাটখোলার পশ্চিম দিকের কোণায় আগুন দেখা যায়। আগুনের লেলিহান শিখায় হাটের ঘরগুলি পুড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা জেগে ওঠেন। এরপর স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
হাটের একটি চায়ের দোকানে রাখা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করায় আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। আগুন লাগার ঘণ্টা খানেকের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে আসলে আরো ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে একটি চায়ের দোকান সহ বেশ কতকগুলি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই চায়ের দোকান থেকেই আগুন ছড়িয়েছে। যদিও স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী, “এখানে কোনো ইলেকট্রিক কানেকশন না থাকায় শর্ট সার্কিটেরও প্রশ্ন নেই”। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, “কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আগুন লাগিয়েছেন। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে”।