মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার দমদম মেট্রো স্টেশন থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধারের পাশাপাশি ৩৭ বছর বয়সী এক যুবককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৩৬২ গ্রাম।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই যুবকের আচরণেই মেট্রো স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সন্দেহ হয়। তল্লাশি চালাতেই প্রচুর সোনার গয়না উদ্ধার হয়। এরপরই ওই যুবক ও উদ্ধার হওয়া সোনা নিয়ে স্টেশন মাস্টারের ঘরে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল রাতেরবেলা অভিযুক্তকে সিঁথি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীরা এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এর আগেও শহরের ব্যস্ততম স্টেশন থেকে অলংকার উদ্ধারের ঘটনা ঘটেছে। গ্রেপ্তারীও হয়েছে। তা সত্ত্বেও এই ঘটনার বার বার পুনরাবৃত্তি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে মেট্রো স্টেশন জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কোথা থেকে আনা হয়েছিল ওই গয়না? কোথায় পাঠানো হত? ঘটনার সঙ্গে কে কে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।