নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আজ সকালে আলিপুরদুয়ারের জাতীয় উদ্যান লাগোয়া শিমলাবাড়ি বনবস্তির কাছে তোর্সা নদীতে এক পূর্ণবয়স্ক একটি গণ্ডারের মৃতদেহ ভেসে আসায় শিলবাড়ি ঘাট চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা নদীতে বালি-পাথর তুলতে গিয়ে গণ্ডারের মৃতদেহ দেখেন। গণ্ডারের মৃত্যুর খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। এরপর এলাকার বাসিন্দারা জলদাপাড়া বন দপ্তরের কাছে খবর দিলে চিলাপাতা রেঞ্জের বন দপ্তরের কর্মীরা এসে ক্রেনের মাধ্যমে গণ্ডারের দেহটি উদ্ধার করে ট্রাক্টরের মধ্যে উঠিয়ে নিয়ে যায়।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, তবে এখনো গণ্ডার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। গণ্ডারটি কোথা থেকে কিভাবে ভেসে এলো তাও খতিয়ে দেখার পাশাপাশি এটি বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু না তোর্সা নদীর জলস্রোতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে নাকি চোরাশিকারিদের জালে পড়ে প্রাণ গিয়েছে? তা জানতে ময়নাতদন্ত করা হবে।
প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারী-মার্চ মাসে জলদাপাড়ায় তিনটি গন্ডারের মৃত্যু হয়েছিল। এর মধ্যে দু’টিকে চোরাশিকারিরা মেরে ফেলেছিল বলে অভিযোগ ওঠে। তারপর অক্টোবর মাসে চোরাশিকারের গুলিতে আরো একটি গন্ডার মারা গিয়েছিল।