নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকার শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে স্থানীয় একটি মাঠ থেকে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলা ৫৯ বছর বয়সী শ্রীকান্ত পাত্র বাইরে বেরিয়েছিলেন। এরপর রাতেরবেলা বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু হয়। এছাড়া ফোন করে ফোনেও পাওয়া যায়নি। রাতভর খুঁজে না পেলেও আজ সকালে বাড়ির অদূরেই একটি মাঠ থেকে শ্রীকান্তবাবুর নিথর দেহ উদ্ধার হয়।
দাঁতন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় বিজেপি নেতৃত্ব ও পরিবারের দাবী, “শ্রীকান্তকে তৃণমূলের কেউই খুন করেছে”। যদিও তৃণমূলের ব্লক সভাপতি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। পারিবারিক সমস্যার জেরেই আত্মঘাতী হয়েছেন”।