নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ইতিমধ্যেই দেশ জুড়ে ১৮ ঊর্ধ্ব সকলের জন্য ভ্যাক্সিন এসে গেছে। কিন্তু এতদিন শিশুদের ওপর ভ্যাক্সিন প্রয়োগের জন্য কোনো ছাড়পত্র মেলেনি। এই উদ্বেগজনক পরিস্থিতিতে রাজ্যে ডেল্টার নতুন প্রজাতির সন্ধান পাওয়ায় রাজ্য সরকারও যথেষ্ট উদ্বিগ্ন।
তবে ভারত বায়োটেক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “নাবালকদের ওপর কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শেষ হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভ্রতে শিশুদের ভ্যাক্সিনের ছাড়পত্র পাওয়া যেতে পারে”। যার ফলে অভিভাবকদেরও স্বস্তি মিলতে চলেছে।
ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, “আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বর মাসেই ভ্যাক্সিনের ছাড়পত্র পাওয়া যেতে পারে। আর পুজোর আগেই শিশুদের ভ্যাক্সিন আসতে পারে”।
এমনিতেই করোনার তৃতীয় ঢেউয়ের আগে রাজ্য সরকার শিশুদের জন্য অতিরিক্ত সতর্কতা নিচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে, শিশুদের ডায়ালিসিস ও ক্রিটিক্যাল কেয়ার চিকিত্সার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। বর্তমানে মোট ৩১ টি ডায়ালিসিস ইউনিট রয়েছে। যা আরো বাড়ানো হবে।