পিঙ্কি পালঃ কলকাতাঃ গতকাল রাতে পার্কস্ট্রিট থানার ইলিয়ট লেন এলাকায় ফুটবল ম্যাচ চলছিল। সেই সময় আচমকা দুষ্কৃতীরা গুলি চালানোর জেরে একজনের পায়ে গুলি লেগেছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গতকাল রাতেরবেলা এলাকায় ফুটবল টুর্নামেন্ট চলছিল। স্থানীয় ক্লাব থেকেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। কিন্তু খেলার মাঝে হঠাত্ করেই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এলাকায় ঢুকে পড়ে ক্লাবের সামনে বসে মদ্যপান করছিল বলে অভিযোগ ওঠে।
মদ্যপান করার প্রতিবাদ করাতেই ওই দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয়। ক্লাবের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, “ওই তিন জন মদ্যপান করছিল। ক্লাবের লোকজনের সাথে ঝামেলাও শুরু করে। এর প্রতিবাদ করাতেই তিন রাউন্ড গুলি চালানো হয়”।
ক্লাবেরই এক সদস্য লরেন্স ডি’ক্রুজের পায়ে গুলি লাগে। গুলি চলার আওয়াজ পেয়ে এলাকাবাসীরাও ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতীরা স্কুটি ফেলে পালিয়ে যায়। এরপর তড়িঘড়ি আহত লরেন্সকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আপাতত লরেন্সের পায়ে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে।
এছাড়া নবাব, সারিব ও সোহেল নামে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্কুটি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের তল্লাশী চালানো হচ্ছে।