নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার তৃণমূল বাংলার বাইরেও ক্রমশ প্রভাব বিস্তার করছে। এই মুহূর্তে তৃণমূল ত্রিপুরায় সরাসরি বিজেপির বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে। অসমেও স্থানীয় প্রভাবশালী নেতা অখিল গগৈয়ের সাথে তৃণমূলের জোট একপ্রকার নিশ্চিত। এর আগেও মণিপুরে এই রাজ্যের শাসক দলের সংগঠন ছিল।
আর এবার তাই তৃণমূল শুধু উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের রাজনীতিতেও পা বাড়ানোর চেষ্টা করছে। তৃণমূল দক্ষিণ ভারতের আরেক রাজ্য কর্ণাটককে টার্গেট করতে চলেছে।
ইতিমধ্যেই বাম শাসিত কেরলে তৃণমূলের সংগঠন তৈরীর কাজ শুরু হয়ে গেছে। এছাড়া অতি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টারও পড়তে দেখা গিয়েছে। ২১ শে জুলাইয়ের আগে তামিলনাড়ুতেও একইরকম পোস্টার পড়েছিল।
গতকাল তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সাথে দেখা করেছেন। বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর দিল্লির বাড়িতেও যান। সেখানে দীর্ঘক্ষণ ধরে দুই নেতার মধ্যে বৈঠক হয়। এমনকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও বলিয়ে দিয়েছেন।