নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ ভোরবেলাতেই মুর্শিদাবাদের বহরমপুর থানার চুয়াপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার ন’নম্বর মনীন্দ্রনগর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা (স্বামী), সুপ্রীয়া সাহা (স্ত্রী) ও গোপাল দত্ত ( শ্বশুর) একই স্কুটিতে ছিলেন। সকলে মিলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে করোনা ভ্যাক্সিন নিতে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ওই তিন জন বাইক আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বিগত তিন সপ্তাহে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনার ঘটনা ঘটে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। মূলত ট্রাফিক আইন না মেনে দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা ঘটছে।