নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ যে হাসপাতালে ছেলে চিকিত্সাধীন এবার সেই হাসপাতালেরই তিনতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মা। গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এই হেন ঘটনায় হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়। মৃতের নাম ৬০ বছর বয়সী কাজল সিং। বাড়ি খড়গপুর লোকাল থানার ভোগদা কণিকা গ্রামে।
হাসপাতাল সূত্রে খবর যে, গত তিন দিন থেকে ৪০ বছর বয়সী মন্টু সিং জ্বর-শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতেরবেলা মন্টুকে দেখাশোনার জন্য মা কাজল দেবী ছিলেন। কিন্তু আচমকা মাঝ রাতে হাসপাতাল কর্তৃপক্ষ খবর পায়, চিকিত্সাধীন ওই ব্যক্তির মা হাসপাতালের তিনতলার ছাদের জানালা দিয়ে নীচে ঝাঁপ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
কাজল দেবীর চিৎকার শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে আসার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ খবর পেয়ে কাজল দেবীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে আজ সকালবেলা মারা যান। ডেবরা থানার পুলিশ আধিকারিকরাও এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিকভাবে মনে করা হয়েছে যে মৃত কাজল দেবী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সেই কারণেই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। যদিও পুলিশ এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে একটি অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here