পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর গরাণবোস এলাকার বাঘেরঘেরী এলাকায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধুর নাম কবিতা মন্ডল। বয়স ৫০ বছর।
স্থানীয় সুত্রে জানা গেছে, স্বামী নীতিশ মন্ডলের বাড়ি থেকে কিছুটা দূরে এক বিঘা চাষের জমি আছে। এদিন সকালে কবিতা দেবী সেই জমিতে চাষের কাজ করতে যাওয়ার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। সেই সময় নীতিশ ঘরের মধ্যে থেকে কুড়ুল নিয়ে আচমকা স্ত্রীর গলায় কোপ মারতে থাকলে কবিতা দেবী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকার বাসিন্দারা বাসন্তী থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি অভিযুক্তকেও গ্রেপ্তার করে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
Sponsored Ads
Display Your Ads Here
অবশ্য এলাকার বাসিন্দাদের দাবী যে, “নীতিশ মানসিক ভাবে ভারসাম্যহীন। কবিতা দেবী কাজ-কর্ম করে সংসার চালিয়ে নীতিশের চিকিত্সা খরচ যোগাতেন। যদিও সেও বাবার চিকিত্সার খরচ যোগান দিতে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন। কিন্তু কাজ থেকে ফিরে আসার পর হঠাৎ এই ধরণের ঘটনা কেন ঘটলো তা সঠিকভাবে বোঝা যাচ্ছে না”। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here