নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আচমকাই কানে লাগানো ব্লুটুথ হেডফোন ফেটে গিয়ে রাজস্থানের জয়পুরের উদাইপুরিয়া গ্রামে প্রাণ হারালো এক যুবক। বয়স ২৮ বছর। মৃতের নাম রাকেশ কুমার নাগার।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, রাকেশ প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল পড়াশোনা করার সময় কানে ব্লুটুথ হেডফোন লাগানোর পাশাপাশি ব্লুটুথ হেডফোন ডিভাইসটি চার্জেও বসিয়েছিল। সেই সময় ব্লুটুথ হেডফোনটি প্রবল আওয়াজের সাথে ফেটে যায়।
ব্লুটুথ হেডফোনটি ফেটে যাওয়ার সাথে সাথেই রাকেশ জ্ঞান হারিয়ে ফেললে রাকেশকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সা চলাকালীন তার মৃত্যু হয়। পরিবারের বড়ো ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
চিকিত্সক সূত্রে জানা যায়, ওই যুবকের বিস্ফোরণের কারণে দুটি কানেই গুরুতর আঘাত লেগেছিল। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে।