দেশের মুকুটে যোগ হলো আরো একটি পালক

Share

ব্যুরো নিউজঃ টোকিওঃ এবার পুরুষদের ফ্রিস্টাইলের ৫৭ কেজি বিভাগে রবি কুমার দাহিয়ার হাত ধরে ভারতের ঘরে রুপোর পদক আসল। ফাইনালে রুশ প্রতিপক্ষ জভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে পরাজিত হলেও রুপো জয়ী করেছেন।

গতকাল রবি কলম্বিয়ার অস্কার টিগরেরসকে ১৩-২ ব‍্যবধানে হারিয়ে কুস্তি অভিযান শুরু করেছিলেন। প্রি কোয়ার্টার ফাইনালের এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার জর্জি ভ্যাঙ্গেলভকে ঝড়ের গতিতে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন।


কোয়ার্টারে খেলার ফলাফল ছিলো ১৪-৪। সেমিফাইনালের কঠিন ম্যাচে পিছিয়ে থেকেও কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভকে হারিয়ে বাউট জিতে ফাইনালে পৌঁছে রূপো জয়ী করে দেশবাসীকে মুগ্ধ করেছেন।


২০১৮ ও ২০১৯ সালে দু’বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয়ী জভুরের বিপক্ষে লড়াইটা সহজ ছিল না। সোনা জয়ের লড়াইয়ে নেমে স্বপ্ন সফল না হলেও রূপো জয়ী রবির লড়াইকে সমগ্র দেশবাসী কুর্নিশ জানিয়েছেন।


আজ সকালেই ৪১ বছর পর হকিতে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ জিতেছে। বিকেলে রবির রূপো জয়ের খবরে দেশ জুড়ে খুশির হাওয়া বইছে। এখনো অবধি ভারত টোকিও অলিম্পিকে দুটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৫ টি পদক জিতেছে। ভারোত্তলনে মীরাবাঈ চানুর পর রবি দাহিয়া ফ্রিস্টাইলে রূপো জিতলেন। আর পি ভি সিন্ধু, লাভলিনা বরগোহাঁই ও পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছেন।

 

Narendra Modi
          @narendramodi
Ravi Kumar Dahiya is a remarkable wrestler! His fighting spirit and tenacity are outstanding. Congratulations to him for winning the Silver Medal at #Tokyo2020. India takes great pride in his accomplishments.
রবির জয়ে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রবিকে টুইট করে শুভেচ্ছা বার্তা জানালেন।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031