অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রতারণার অভিযোগে পুনরায় মহানগরীর নাম উঠে আসছে। এবার কলকাতা পুলিশে চাকরী দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল বেহালার পাঠক পাড়ার বাসিন্দা পার্থ দত্তের বিরুদ্ধে।
চাকরীপ্রার্থীরা চাকরী না পেয়ে পার্থবাবুর বাড়িতে হানা দিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর পার্থবাবু নিজের সমস্ত অপরাধ স্বীকার করে জানান, “তিনি অনেকের কাছ থেকে কলকাতা পুলিশে চাকরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি চাকরীপ্রার্থীদের বলেছেন কোনো পরীক্ষা দিতে হবে না”।
পার্থবাবু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অপরাধ দমন শাখায় কাজ করেন বললেও নিজেকে পুলিশ কর্মী হিসেবে কোনো প্রমাণ দিতে পারেন নি। তার আইডেন্টিটি কার্ড ও পুলিশের পোশাক সব অফিসে জমা করে আসেন। এছাড়া পার্থবাবু বলেন, “তিনি অপরাধ দমন শাখার এক উচ্চ আধিকারিককে টাকা দিয়েছেন”।
পার্থবাবুর স্ত্রী বলেছেন, “কোনোদিন তিনি নিজের স্বামীর আইডেন্টিটি কার্ড এবং পুলিশের পোশাক দেখেননি। চাকরীপ্রার্থীরা অভিযুক্তের বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।