নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অন্তর্গত চকগাজীপুর এলাকায় সাতসকালে বৃদ্ধ দম্পতির মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে ওই বৃদ্ধ দম্পতির নাম ৮০ বছর বয়সী নন্দলাল ঘোড়ই ও ৭৮ বছর বয়সী রেবতী রাণী ঘোড়ই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন থেকে নন্দলালবাবু এবং রেবতী রাণী দেবীর ছেলেদের সাথে ঝামেলা বিবাদ চলছিল। এরপরেই সকালবেলা নিজের বাড়ির মধ্যে থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বিষ খেয়েই এই আত্মহত্যা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মহিষাদল থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here