নিজস্ব সংবাদদাতাঃ আন্দামানঃ গত সকাল ৬ টা ২৭ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রায় ১ ঘণ্টার মধ্যেই সকাল ৭ টা ২১ মিনিটে ফের দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৪.৩ ছিল।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, প্রথম ভূমিকম্পের উত্স পোর্টব্লেয়ার থেকে ২৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল। এর গভীরতা ৩ কিলোমিটার। এরপর দ্বিতীয় ভূমিকম্পের উৎস নিকোবর দ্বীপের কাছেই ছিল। যার গভীরতা ৩০ কিলোমিটার।
প্রাথমিকভাবে দ্বিতীয় ভূমিকম্পকে প্রথম ভূমিকম্পের আফটার এফেক্ট মনে করা হলেও কম্পনের তীব্রতায় বোঝা যায় এটি আফটার এফেক্ট নয় বরং আরেকটি ভূমিকম্প। তবে এখনো অবধি কোনো ক্ষয়ক্ষতির বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সমুদ্র তীরবর্তী এই অঞ্চলে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। যদিও এই ভূমিকম্পের আগাম কোনো সতর্কতা না থাকায় এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভূমিকম্প হলেই এলাকার বাসিন্দাদের মনে ২০০৪ সালের ভয়াবহ সুনামির স্মৃতি ভেসে ওঠে।
সম্প্রতি লোকসভায় ‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স’-এর মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, “দেশের ৫৯ শতাংশ এলাকাই ভূমিকম্প প্রবণ। এর মধ্যে ১১ শতাংশ ভূমিকম্প প্রবণ অঞ্চল জোন ৫-এ। ১৮ শতাংশ অঞ্চল জোন ৪-এ। আর ৩০ শতাংশ ভূমিকম্প প্রবণ অঞ্চল জোন ৩-এ রয়েছে”।