নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ সাতসকালেই পূর্ব বর্ধমানের ভাতারের আলীনগরের মসজিদ তলার কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে নেমে যায়। জানা গেছে বাসটি নতুনহাট থেকে বর্ধমানের অভিমুখে যাচ্ছিলো।
যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ যে, তীব্র গতিবেগের কারণে নয়নজুলিতে বাসটি নেমে যায়। তবে বাসে যাত্রী সংখ্যা কম থাকার কারণে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই দুর্ঘটনার জেরে দু’জন মহিলা সহ মোট পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয়দের দুর্ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি তারা আহতদের উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যায়।
ভাতাড় থানার পুলিশকে ঘটনার খবর দেওয়া হলে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তবে এই দুর্ঘটনার জেরে বাদশাহী রাস্তা বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে। যদিও পরে পুলিশের তত্পরতায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।