নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর চুঁচুড়ার কাপাসডাঙা এলাকায় স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পর খুন সন্দেহে স্থানীয়রা মৃতের স্ত্রীকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধর করেন। মৃত যুবকের নাম শুভদীপ মিস্ত্রি। বয়স ২৭ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শুভদীপ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হলে কল্যানী হাসপাতালে স্থানান্তরিত করা হলেও কোনো লাভ হয়নি। শেষমেশ তার মৃত্যুই হয়।
Sponsored Ads
Display Your Ads Here
শ্বশুরবাড়ির লোকজনেরও অভিযোগ, “শুভদীপের স্ত্রী প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পনামাফিক শুভদীপকে বিষ খাইয়ে খুন করেছে”।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরই এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে এই অভিযোগের ভিত্তিতে গতকাল ওই গৃহবধূকে ইলেকট্রিক পোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। চুঁচুড়া থানার পুলিশ এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে।
Sponsored Ads
Display Your Ads Here
অবশ্য পুলিশ সূত্রে জানা যায় যে রাত অবধি এই ঘটনায় কোনোরকম অভিযোগ দায়ের করা হয়নি। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।