নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল রাত ২ টোর সময় প্রবল বৃষ্টির মধ্যে সেবক রেল প্রজেক্টের কাজ করার সময় পাঁচ জন শ্রমিক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। আর গুরুতর আহত হয়েছেন ২ জন। এছাড়া ৫ জন কর্মী নিখোঁজ হয়ে যান।
নিখোঁজ কর্মীদের উদ্ধার করার কাজ চলছে। যদিও এদের মধ্যে তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি আহত রেল কর্মীদের উদ্ধার করে সিংতাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রবল বৃষ্টিতে সিকিম-শিলিগুড়ি রাস্তায় ধস নামায় জাতীয় সড়ক দশ নম্বর বন্ধ হয়ে গিয়ে যান চলাচল একেবারে বিপর্যস্ত হয়ে গিয়ে নিত্যযাত্রীদের সমস্যা দেখা দিয়েছে।