নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কৃষি আইনের বিরুদ্ধে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রথম থেকেই সরব ছিলেন। কিন্তু কেন্দ্র কৃষি আইন নিয়ে একই অবস্থানে অনড় রয়েছে। তাই এবার কৃষি আইন প্রত্যাখান করার দাবীতে রাহুল গান্ধী এক অভিনব পন্থা বেছে নিলেন। যেখানে দেখা গেলো আজ রাহুল গান্ধী ট্রাক্টর চালিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে এসেছেন। ট্রাক্টরের সামনের প্ল্যাকার্ডে লেখা ছিল, “কৃষক বিরোধী তিনটি কালোন আইন প্রত্যাহার করুন”।
আজ রাহুল গান্ধী মোদী সরকারকে নিশানা করে বললেন, “সরকারের মতে সংসদের বাইরে যে কৃষকরা প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করছেন তারা আসলে জঙ্গি ও দেশের কৃষকরা ভীষণ খুশি। তবে সত্যিটা হলো কেন্দ্রীয় সরকার দেশের অন্নদাতাদের অধিকার কেড়ে নিচ্ছে। কৃষকদের অধিকার ছিনিয়ে নিয়ে দেশের কয়েকজন শিল্পপতির পকেট ভরাতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কৃষক স্বার্থ বিরোধী কালো আইন প্রত্যাহার করতে হবে। আমরা কৃষকদের দাবী সংসদে নিয়ে এসেছি। সংসদে কৃষকদের দাবী দাওয়া নিয়ে কোনো চর্চা হচ্ছে না। তাই আমাদের এই প্রতিবাদ”।
কৃষি আইন প্রত্যাহারের দাবীকে ঘিরে মহিলারাও দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছেন। অপর দিকে অনেক আগে থেকেই সংযুক্ত কিষান মোর্চা সহ একাধিক সংগঠনের নেতৃত্বে দিল্লি সীমানায় বিক্ষোভ চলছে। এদিনে রাহুল গান্ধীর ভূমিকা আন্দোলনে নতুন মাত্রা যোগ করলো।
বিরোধীরা সংসদের দুই কক্ষেই পেগাসাস, পেট্রোপণ্যের মূলবৃদ্ধি এবং কৃষি আইনের প্রতিবাদে তীব্র সোচ্চার হওয়ায় দুই কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায়। যদিও পুলিশ রাহুল গান্ধীর সাথে যোগ দেওয়া কংগ্রেসের বাকি নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।