নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ স্ত্রীকে তালাক দেওয়ায় স্ত্রীর পরিবারের হাতে চরম শাস্তি পেতে হলো স্বামীকে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গতি এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের খবর, দু’বছর আগে পেশায় গাড়ি চালক সিন্ধো গ্রামের বাসিন্দা তৌফিক আলমের সাথে গোয়ালপোখর ব্লকের গতি পঞ্চায়েতের চারঘরিয়া গ্রামের বাসিন্দা ফিরোজার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে বিবাদ লেগে থাকত। শনিবার রাতে দু’জনের মধ্যে বিবাদ চরমে উঠলে তৌফিক ফিরোজাকে মারধর করে তিন তালাক দিয়ে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর এই ঘটনাটি ফিরোজা বাপের বাড়িতে এসে জানালে ফিরোজার পরিবার সহ গ্রামবাসীর একাংশ ক্ষিপ্ত হয়ে তৌফিককে ডেকে এনে সালিশী সভায় বসেন। স্ত্রীকে তালাক দেওয়ার প্রতিবাদে সভায় উপস্থিত প্রধানরা তৌফিককে দড়ি ও শিকল বেঁধে গলায় জুতোর মালা পরিয়ে মারধর করার নির্দেশ দেন।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান মহম্মদ ফজলে পুরো বিষয়টি অস্বীকার করে জানান, “ওই যুবক স্ত্রীকে মারধর করে তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিলে গ্রামের কয়েকজন ক্ষিপ্ত হয়ে পড়েন। তারপরে তিনি গিয়ে বিষয়টির মীমাংসা করে দেন”। যদিও ইসলামপুরের জেলা পুলিশ সুপার সচিন মক্কার পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here