নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ প্রতারণার চক্র ক্রমাগত বেড়েই চলেছে। এবার অনলাইন লেনদেনের মাধ্যমে এক ব্যক্তির টাকা হাতানোর অভিযোগে পাঞ্জাব পুলিশ মালদার এক যুবককে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, ধৃত ২৩ বছর বয়সী শুভঙ্কর ধরের বাড়ি মালদার বামনগোলা থানার পাকুয়াহাটের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খুটাদহ এলাকায়। শুভঙ্কর ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিএমের পিনের মাধ্যমে ২৩ লক্ষ ৮০ হাজার টাকা তুলে নেয়। এরপর ব্যক্তির তরফ থেকে পাঞ্জাব পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পাঞ্জাব পুলিশ ওই ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করলে তদন্তে শুভঙ্করের নাম উঠে আসলে সূত্র ধরে মালদা বামনগোলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গতকাল আদালতে পেশের পর পাঞ্জাব পুলিশ ৭ দিনের ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবে নিয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে শুভঙ্করের মা এই জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন তবে সম্প্রতি ছেলের অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা ঢুকেছিল তা স্বীকার করে নিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here