নিজস্ব সংবাদদাতাঃ রানীগঞ্জঃ এবার পুলিশ রানীগঞ্জ থেকে ভিন রাজ্য থেকে আসা ৬ জন কেপমারকে তিনটি বাইক সহ গ্রেপ্তার করলো। এদের কাছ থেকে বিভিন্ন সোনার-রুপোর পালিশ করা সামগ্রী সহ বেশ কিছু সিম কার্ড ও সন্দেহজনক বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিক ভাবে মনে করেছে, দুষ্কৃতীরা কোনো বড়োসড়ো ঘটনা ঘটানোর উদ্দেশ্য নিয়ে খনি অঞ্চলে ডেরা বেঁধেছিল। এই দুষ্কৃতী দলের সদস্যদের মধ্যে বিহারের কুখ্যাত এলাকা হিসেবে পরিচিত কাটিহারের ফালকা থানার সেলেমি গ্রামের পাঁচ জন ও বারোণী থানার সাকারআলি মিলিকাতলা গ্রামের একজন রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরা প্রত্যেককেই রানীগঞ্জের মঙ্গলপুর এলাকায় রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। কিন্তু পুলিশকে দেখেই দ্রুত বাইক নিয়ে চম্পট দিতে গেলে মঙ্গলপুর এলাকার জঙ্গল থেকে ধরে ফেলা হয়। এই চক্রের কি উদ্দেশ্য এছাড়া এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে সেটা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here